চাঁদ দেখা গেছে, আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা
- আপডেট সময় ০৩:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৩৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১ জুলাই থেকে জিলহজ মাস গণনা করা হবে। তার মতে, আগামী ১০ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আউয়াল হাওলাদার।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পবিত্র মাসের চাঁদ দেখা সংক্রান্ত সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করা হয়। ১৪৪৩ হিজরিতে জিলহজ। সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।