বিশ্বকাপের মূল পর্বে এবার ‘কিছু ম্যাচ জিততে’ চান ডমিঙ্গো
- আপডেট সময় ০৫:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১১১৯ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ায় এবারের বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশা করা যায় না। বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত মাত্র একটি জয় বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মূল পর্বে দলের খরা ভাঙতে চান বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।
বিশ্বকাপের সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে মাত্র সাত ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ! এর মধ্যে ছয়টিই এসেছে প্রাথমিক রাউন্ডে। 2007 সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। এরপর মূল পর্বে সে আর কোনো ম্যাচ জিততে পারেনি। বরং স্কটল্যান্ডের মতো হংকংকেও শরিক দেশগুলোর কাছে হেরে লজ্জা পেতে হয়েছে! সেই ব্যর্থতার পর টাইগারদের তেমন উন্নতি হয়নি।
উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডমিঙ্গো বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপের এখনো ১৫ মাস বাকি। এর মাঝে অনেক কিছু ঘটতে পারে। আমরা অনেক ম্যাচ খেলব। আপাতত আমাদের নজর থাকবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপে লড়াইয়ের চেষ্টা থাকবে। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচও জিততে পারিনি (একটি জিতেছি)। প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। আমরা এবার কিছু ম্যাচ জিততে বদ্ধপরিকর। ‘
টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি না হওয়ার জন্য প্রত্যাশার চাপকে দায়ী করেছেন ডমিঙ্গো। বললেন, ‘বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের স্কিলসেট ভালো, বোলিং আক্রমণ ভালো। গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপের চাপ সামলানো। এটা সবসময়ই একটা চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী দেশে, যেখানে ক্রিকেটাররা সত্যিই চাপ অনুভব করেন। এই চাপ সামলাতে হবে। মিডিয়া, দর্শক, সবাই অনেক খরচ করবে। এটি পরিচালনা করার জন্য, আপনাকে আপনার কাজের প্রতি মনোযোগী থাকতে হবে এবং একবারে এক ধাপ এগিয়ে যেতে হবে। ‘