“যারা বলে মেসির চেয়ে রোনালদো ভালো তারা ফুটবল বোঝে না।”
- আপডেট সময় ০৬:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৩১১ বার পড়া হয়েছে
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেকটাই এগিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যারা বলেন রোনালদো মেসির চেয়ে ভালো, তারা ফুটবলের কিছুই জানেন না। এমনটাই মনে করেন নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার মার্কো ফন বাস্টেন।
ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে বাস্টেন বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো একজন কিংবদন্তি খেলোয়াড়।”
কিন্তু যারা বলে যে সে মেসির চেয়ে ভালো, তারা হয় ফুটবলের কিছুই বোঝে না বা খারাপ উদ্দেশ্য নিয়ে বলে। ‘
“মেসি অনন্য। যেমন তাকে অনুকরণ করা অসম্ভব, তেমনি তাকে পুনরাবৃত্তি করাও অসম্ভব। তার মতো খেলোয়াড়রা 50-100 বছরে একবার আসে। ছোটবেলায়, তিনি হয়তো সমস্ত প্রতিভা রাখার ফাঁদে পড়েছিলেন। ফুটবল!’
এত প্রশংসা করেও মেসিকে সর্বকালের সেরা তিনে রাখেননি বাস্তেন। তার মতে, ইতিহাসের সেরা ফুটবলারের তালিকায় তিন নম্বরেও নেই লিওনেল মেসি। ডাচ তারকা বলেছেন: “পেলে, ম্যারাডোনা এবং জোহান ক্রুইফ আমার চোখে তিনজন সেরা ফুটবলার। ছোটবেলায় আমি ক্রুইফের মতো ছিলাম। সে আমার বন্ধু ছিল, আমি তাকে মিস করি। পেলে আর ম্যারাডোনাও অবিশ্বাস্য ছিলেন।