আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ বুয়েটে ভর্তির সুযোগ পান
- আপডেট সময় ০৬:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৩৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। বৃহস্পতিবার রাত ৯টায় বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আবরার ফায়াজ মেধা তালিকায় 450 তম স্থান অধিকার করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হচ্ছেন। রাত সাড়ে ১০টায় বিডি ওপেন নিউজকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে,
আবরার ফায়াজ জানান, তিনি ফলাফলে খুশি তবে ভর্তি হবেন কিনা তা এখনো নিশ্চিত নন। তিনি বলেন, আমি ভর্তি হতে চাই। তারপরও পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। ‘
রাতে মুঠোফোনে ফায়াজের বাবা বরকত উল্লাহ বিডি ওপেন নিউজকে তিনি জানান, ফায়াজ গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন। বুয়েটে ভর্তি হবেন কি না তা এখনো ঠিক করেননি।
আবরার ফাহাদ ছিলেন ফায়াজের একমাত্র ভাই। তাদের বাড়ি কুষ্টিয়া শহরে। বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মা কিন্ডারগার্টেন শিক্ষক।আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।
২০১৯ সালের ৮ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন।এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই বুয়েটের শিক্ষার্থী।