ছন্দহীন কোহলির ব্যাপারেও সতর্ক বাবর
- আপডেট সময় ০৯:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১০৯২ বার পড়া হয়েছে
ব্যাটে রান নেই, মনে ঝড় বইছে। এই শর্তে দুই সিরিজে বিশ্রাম নিয়ে এশিয়া কাপ দিয়ে আবার মাঠে ফিরছেন বিরাট কোহলি। তবে তার থেকে সতর্ক পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবর মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করা কোহলি যেকোনো সময় ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন।
1000 দিনেরও বেশি সময় ধরে সেঞ্চুরি ছাড়াই আছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজে বিশ্রাম দেওয়ার আগে ইংল্যান্ড সফরে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ কোহলি। ভারতের এই প্রাক্তন অধিনায়ক সেই সফরের সব সংস্করণে 6 ইনিংসে মাত্র 76 রান করেছিলেন।
কোহলির সঙ্গে আজকের ম্যাচে কী পরিকল্পনা করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর? এক প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আপনি কীভাবে তার মতো একজন খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিভিন্ন কন্ডিশনে সেটা খুবই গুরুত্বপূর্ণ।’
কোহলির ব্যাটে হয়তো রান ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বাবর এখনও তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন বলে মনে করেন, ‘জীবনে কোনো কিছুই সহজ নয়। চ্যালেঞ্জ সব জায়গায়। আপনি জীবনের জিনিসগুলি কীভাবে অর্জন করবেন তা আপনার উপর নির্ভর করে। আপনি যে চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করবেন তাও আপনার উপর নির্ভর করে।