ট্রেনে আগুনের তদন্তে ৩টি কমিটি
- আপডেট সময় ০৫:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৩২৪ বার পড়া হয়েছে
ঢাকা-সিলেট আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের কারণে চার ঘণ্টা সিলেট-ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর শনিবার বিকেল ৫টায় সিলেট-ঢাকা রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসকের তদন্ত কমিটির পর আরও দুটি কমিটি গঠন করেছে রেল বিভাগ। প্রতিটি কমিটিতে চারজন করে সদস্য থাকে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর সোয়া ১টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে মনু রেলওয়ে স্টেশনের মধ্যে পটানুসার ডাকবেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেউ আহত না হলেও শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিসহ ৩টি বগি ছাই হয়ে গেছে। আগুন লাগার সাথে সাথে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত হয়। এরপর প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয়কেন্দ্রে চলে যায়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন ধরে যাওয়া তিনটি বগি ভেঙে ফেলে। এরপর ট্রেনের জেনারেটর বগি ও আশপাশের যাত্রীবাহী বগিতে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়রা জানান, খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের ৩টি বগি ছাড়া কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর থেকে সিলেট-আখাউড়া রেল সেকশন বন্ধ এবং সিলেট-ঢাকা রুটে বিকেল ৫টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে কুলাউড়া স্টেশনে আনার পর বিকেল ৫টায় সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।