আইএলও কনভেনশন অনুযায়ী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
- আপডেট সময় ১০:২৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৩১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহতদের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
চট্টগ্রাম শ্রমিক শ্রমিক ঐক্য পরিষদের (স্কোপ) পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সফর আলী বলেন, ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। আইএলও কনভেনশন 121 অনুযায়ী, নিহতদের পরিবারকে তাদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে।
যুগ্ম সমন্বয়কারী সফর আলী আরো বলেন, আহতদের যথাযথ চিকিৎসা ও যথাযথ চিকিৎসা দিতে হবে। আহত ব্যক্তিদের কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে তাদের জীবনের আয় ও কষ্টের হিসাব করে একই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর ও আবাসিক এলাকা থেকে সব কন্টেইনার ডিপো দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে হবে। ডিপোগুলোর নিরাপত্তার ঘাটতি নির্ণয় করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করতে হবে।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কনটেইনার ডিপোর নিরাপত্তা সংক্রান্ত একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে এবং সে অনুযায়ী ডিপো পরিচালনার উদ্যোগ নিতে হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক তপন দত্ত ও যুগ্ম সমন্বয়ক নাজিম উদ্দিন।