নিউজিল্যান্ড শিবিরে করোনার হানা, আক্রান্ত ৪
- আপডেট সময় ০৫:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৩৮৩ বার পড়া হয়েছে
ইংল্যান্ডে অবস্থানরত নিউজিল্যান্ড ক্রিকেট দলে হানা দিয়েছে করোনাভাইরাস। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভন কনওয়ে কোভিড দ্বারা আক্রান্ত হয়েছেন। তিনি পাঁচ দিনের আইসোলেশনও শুরু করেছেন।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছানোর পর পিসিআর পরীক্ষায় কনওয়ের করোনা ধরা পড়ে। একই দিন সকালে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল আক্রান্ত হন। সফরকারী দলে সাপোর্ট স্টাফ বিজয় বল্লভ (ফিজিও) এবং ক্রিস ডোনাল্ডসন (শক্তি এবং কন্ডিশনিং) আরও ইতিবাচক ছিলেন।
নিউজিল্যান্ডের বাকি সদস্যদের করোনা নেগেটিভ এসেছে। তাদের হেলথ প্রোটোকল মেনে চলতে বলা হয়েছে। শরীরে কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা করাতে হবে। করোনা আবদ্ধ কিউই দলের চার সদস্য আগামী রবিবার লিডসের উদ্দেশ্যে লিডস ত্যাগ করবেন। ব্রেসওয়েল এবং কনওয়ে সুস্থ হয়ে মঙ্গলবার হেডিংলিতে দলের সাথে অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত পরীক্ষা হবে বৃহস্পতিবার।