পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের মেয়রের বাড়ির উঠোন
- আপডেট সময় ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
টানা বর্ষণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়ির আঙিনা ও সামনের রাস্তা এখন পানিতে তলিয়ে গেছে।
শনিবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়রের বাড়ির আঙিনা ও তার সামনের রাস্তা পানিতে তলিয়ে গেছে। শুক্রবার রাত ১০টার দিকে টানা বর্ষণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশ ঘণ্টায়ও পানি নামেনি।
মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈতৃক বাড়ি নগরীর বহদ্দারহাটে। একটি দোতলা ভবনে পরিবার নিয়ে থাকেন। এর আগেও জলাবদ্ধতার কারণে মেয়রের বাড়ির পেছনের আঙিনা ও সামনের রাস্তা একাধিকবার তলিয়ে গেছে। আশপাশের এলাকায়ও একই অবস্থা।
অন্য সময়ে সাপ্তাহিক ছুটির দিনে মেয়রের বাড়িতে দর্শনার্থী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও নেতারা উপস্থিত থাকেন। কিন্তু পানি জমে যাওয়ায় আজ আর কাউকে দেখা যায়নি।
মেয়রের বাড়ির দায়িত্বে থাকা সিটি করপোরেশনের নিরাপত্তারক্ষী মাসুদ রানা বিকেলে সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে বৃষ্টিতে পানি ওঠে। আজও এর সম্পূর্ণ নামকরণ হয়নি। বৃষ্টির কারণে মেয়রের কাছে বেশি মানুষ আসেননি।
মেয়রের ব্যক্তিগত সহকারী মোস্তফা জামাল চৌধুরী প্রথম আলো</em>কে বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চাক্তাই খাল ও আশপাশের খালে বাঁধ নির্মাণ করা হয়েছে। খালগুলো ঠিকমতো পরিষ্কার করা হয়নি। এসব কারণে মেয়রের বাড়িতে বারবার পানি জমে যাচ্ছে।
এদিকে বাড়ির সামনে জলাবদ্ধতা থাকলেও আজ বিকেলে নগরীর আকবর শাহ থানা এলাকায় ভূমিধসের ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।