০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
বন্যার পানি কমলে সিলেটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৮২২ বার পড়া হয়েছে
একদিন বন্ধ থাকার পর রোববার দুপুরে আবারও সিলেট স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভারী বর্ষণ ও বন্যার পানির কারণে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম এর আগে বন্যার পানিতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। বন্যা হলে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন ট্রেন বাতিল করে রুট পরিবর্তন করা হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, আজ দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করে। এছাড়া বিকেল ৩টা ৪৫ মিনিটে অন্তত ৪০০ যাত্রী নিয়ে একই ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় জেনারেটর দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
ট্যাগস :
bdnews bdopennews open news অনলাইন ট্রেন চলাচল বন্যার পানি বি ডি নিউস ম্যানেজার নুরুল রোববার দুপুরে সিলেটে