১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

পদ্মা সেতুর ভায়াডাক্টে পণ্যবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ১১৭৭ বার পড়া হয়েছে

bdopennews

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী একটি ট্রাক উল্টে চালকসহ তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম জানা যায়নি। পুলিশ বলছে, চালক ও তার চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ট্রাকটি ঢাকার শ্যামবাজার যাচ্ছিল। সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ভায়াডাক্টের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন সন্ধ্যায় বলেন, ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে চালক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাকটি সেতুর ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ভায়াডাক্টের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও সেতু বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুর ভায়াডাক্টে পণ্যবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছে

আপডেট সময় ০৫:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী একটি ট্রাক উল্টে চালকসহ তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম জানা যায়নি। পুলিশ বলছে, চালক ও তার চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ট্রাকটি ঢাকার শ্যামবাজার যাচ্ছিল। সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ভায়াডাক্টের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন সন্ধ্যায় বলেন, ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে চালক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাকটি সেতুর ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ভায়াডাক্টের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও সেতু বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।