পোশাকে ছবি ভাইরাল, নেটিজেনদের কটাক্ষের মুখে শেহনাজ গিল

- আপডেট সময় ০৮:৩৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল আবারও খবরের শিরোনামে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে অপ্রস্তুত পোশাকে দেখা গেছে। ছবিগুলো প্রকাশ পেতেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র কটাক্ষ।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এমন অপ্রস্তুত পোশাকে কী বোঝাতে চাইলেন শেহনাজ?” আবার অন্য একজন লিখেছেন, “খবরের শিরোনামে কীভাবে থাকতে হয়, সেটা শেহনাজ গিল ভালোই জানেন।” এ ধরনের মন্তব্যের ফলে শেহনাজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্কের ঝড়।
তবে, ভক্তদের একাংশ শেহনাজের পক্ষে দাঁড়িয়ে মন্তব্য করেছেন যে, একজন অভিনেত্রীর ব্যক্তিগত স্টাইল ও পোশাক নির্বাচনের স্বাধীনতা থাকা উচিত এবং শুধুমাত্র পোশাকের জন্য তাকে কটাক্ষ করা অন্যায়।
এ বিষয়ে শেহনাজ নিজে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে, তার অনুরাগীরা আশা করছেন, শেহনাজ শিগগিরই তার মতামত প্রকাশ করবেন এবং এই বিতর্কের সমাপ্তি ঘটাবেন।
শেহনাজ গিল, যিনি ‘বিগ বস’ শো-এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন, বর্তমানে বলিউডে নিজের অবস্থান পোক্ত করছেন। তার স্টাইল ও ফ্যাশন সেন্স নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, তবে এবার অপ্রস্তুত পোশাকের জন্য এমন কটাক্ষের মুখে পড়লেন তিনি।