অনুমতি মেলেনি, ঢাকায় আসছেন না নোরা ফাতেহি
- আপডেট সময় ০৭:০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১২৮৫ বার পড়া হয়েছে
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল বলিউড নৃত্যশিল্পী নোরা ফাতেহিরের। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় তিনি আপাতত আসছেন না বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া BD OPEN NEWS
>কে বলেন, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বিদেশি শিল্পীদের আনার অনুমতি বন্ধ করে দিয়েছে। পারমিট জারি হলে তিনি জানুয়ারির কাছাকাছি আসতে পারেন। ‘সাকি সাকি’ এবং ‘দিলবার’ গানে নাচানো নোরা এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা নারী নৃত্যশিল্পী। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কয়েকটি ছবিতে নজর কেড়েছেন। এর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দি ছাড়াও দক্ষিণের ছবিতেও সমান পারদর্শী নোরা। তেলেগু, মালায়লাম এবং তামিল ছবিতেও তার উপস্থিতি নজর কেড়েছে। তবে শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস 9’, ‘ঝলক দিখলা জা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’-এর মতো অন্যান্য রিয়েলিটি শোতেও তার অভিনয় নজরকাড়া। মরোক্কান বংশোদ্ভূত নোরা কানাডায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তিনি ছোটবেলায় শাহরুখ খান এবং হৃতিক রোশনের ভক্ত ছিলেন। নোরা তাদের আরবি ভাষায় ডাব করা সিনেমা দেখে বড় হয়েছেন। তখন থেকেই স্বপ্ন বলিউডে কাজ করার। কিন্তু রক্ষণশীল পিতামাতার বাড়িতে এটি প্রায় অসম্ভব ছিল। বলিউডে নাম লেখার স্বপ্ন নিয়ে ভারতে পা রাখলেন 23 বছর বয়সী নোরা। পাঁচ বছর পর বলিউডের নজর কেড়েছেন তিনি।