মেসির সঙ্গে প্রথম দেখাতেই পা কাঁপছিল তার
- আপডেট সময় ০৬:০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
গত বছরের কোপা দেল রে ফাইনালে একটি নজিরবিহীন দৃশ্য দেখা গিয়েছিল। ম্যাচটি জিতেছিল বার্সেলোনা, এটাই ছিল কাতালান জার্সিতে মেসির শেষ শিরোপা।
ম্যাচ শেষে ট্রফি নিয়ে মেসি, বার্সেলোনার অন্য সব খেলোয়াড়েরা ছবি তোলার মুডে! শুধু সাধারণ দর্শক নন, খেলোয়াড়দের পাশাপাশি মেসির প্রশংসিত দর্শকরাও যে যেমন ছিলেন, সেটাই সেদিন প্রমাণিত হয়েছিল।
ক্লাব ও জাতীয় দলে মেসির জনপ্রিয়তা জাতীয় দলে মেসির সতীর্থদের কথোপকথনে দেখা যায়। এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারদেস, আনহেল ডি মারিয়া, আলেজান্দ্রো গোমেজ এবং লাউতারো মার্টিনেজ বিভিন্ন সময়ে নিজেদের উপর মেসির প্রভাব বর্ণনা করতে পিছপা হননি।
প্রশংসায় কখনো কৃপণ হবেন না। লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর কথার প্রতিধ্বনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গ উঠতেই তাগলিয়াফিকোও আর দশজনের মতো মেসির ভক্ত হয়ে ওঠেন।
আয়াক্সের এই লেফট-ব্যাক ওলের সাথে একটি সাক্ষাত্কারে মেসির সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটি বর্ণনা করেছিলেন।
আপনি যতই ভালো ফুটবলার হোন না কেন, মেসির সামনে যে সবাই ম্লান হয়ে গেছে তা তালিয়াফিকোর কথায় স্পষ্ট, “আমি 2016 সালে প্রথমবারের মতো জাতীয় দলের সাথে অনুশীলন শুরু করি। একদিন লিফটে মেসির সাথে আমার দেখা হয়েছিল। আমার মেসিকে দেখে আমার পা কাঁপছিল!’
তালিয়াফিকো বলেন, ‘সবাই মনে করে মেসি একজন রোল মডেল। আমরা তাকে আদর্শ মনে করি। আর এখন আমি সব সময় তার সান্নিধ্য পাচ্ছি। বোঝাই যায়, মানুষ হিসেবে তিনি আরও বড়