১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

সংসদে পদ্মা সেতু নিয়ে নূরের আবৃত্তি, মমতাজের গান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • / ৭৯০ বার পড়া হয়েছে

bdopennews

জাতীয় সংসদে এবারের বাজেট আলোচনায় প্রাধান্য পেয়েছে পদ্মা সেতু। ক্ষমতাসীন দল ও বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্যের বক্তৃতায় পদ্মা সেতুর বিষয়টি উঠে এসেছে। বক্তব্য ছাড়াও পদ্মা সেতু নিয়ে গান ও কবিতা আবৃত্তি করেন ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্য।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। গানটির কিছু অংশ গেয়েছেন এমপি মমতাজ বেগম।

বাজেট আলোচনায় বক্তব্য শেষে কবি কামাল চৌধুরীর ‘পদ্মা সেতু’ কবিতাটি আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। “অসম্ভবের পাশ দিয়ে আলো জ্বলছে/ সে হাত বাড়িয়ে দিয়েছে দূর আকাশের আলোয়/ আজ রাতে মাথার উপর তারাগুলো জ্বলছে/ দেখো সূর্যোদয় আর গোধূলির দিকে আমরা সেতু পার হচ্ছি/ আমাদের গল্প এখন/ইতিহাস শেখ হাসিনার হাতে।”

আসাদুজ্জামান নূরের পূর্ণ কণ্ঠের এই আবৃত্তি শুনে সংসদ সদস্যরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অন্যদিকে ক্ষমতাসীন দলের এমপি মমতাজ পদ্ম সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানটির তিনটি অংশ গেয়েছেন। মমতাজ প্রথমে গেয়েছিলেন, “আমি এমন একজন নেতার জন্য প্রার্থনা করি যার সাথে আমার নেত্রী শেখ হাসিনার কোন তুলনা নেই।”

মমতাজ তার বক্তব্যে বিএনপির সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আরেকটি গান গেয়ে শোনান, ‘গয়না চাই না, শাড়ি চাই না/ নৌকায় ভোট না দিলে বাপের বাড়ি যাবো। “

মমতাজ জানান, সম্প্রতি তিনি বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গিয়েছিলেন। সেখানে তিনি একটি মেয়েকে ‘পাংখা পাংখা’ গানে নাচতে দেখেন। পরে মেয়েটির সঙ্গে কথা বলেন তিনি। মেয়েটি তার সাথে সেলফি তুলতে এলে সে জানতে চায়, ‘তুমি নাচ শিখেছ?’ তখন মেয়েটি তাকে বলে, ‘তুমি আমার বাবাকে চিনবে। তিনি আপনার সহকর্মী। তখন মমতাজ জানতে চায় মেয়েটির বাবা কে। এরপর মেয়েটি বলল, তার বাবা হারুনুর রশিদ সাহেব (বিএনপি এমপি)।

এ সময় সংসদে হাসির জোয়ার ওঠে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হাসতে দেখা যায়।

বক্তৃতার শেষের দিকে বিরোধীরা মমতাজকে আরেকটি গান গাওয়ার অনুরোধ করেন। তখন মমতাজ বললেন, আরে তুমি শুনতে চাও, আমি গান করব না?

নিউজটি শেয়ার করুন

সংসদে পদ্মা সেতু নিয়ে নূরের আবৃত্তি, মমতাজের গান

আপডেট সময় ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

জাতীয় সংসদে এবারের বাজেট আলোচনায় প্রাধান্য পেয়েছে পদ্মা সেতু। ক্ষমতাসীন দল ও বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্যের বক্তৃতায় পদ্মা সেতুর বিষয়টি উঠে এসেছে। বক্তব্য ছাড়াও পদ্মা সেতু নিয়ে গান ও কবিতা আবৃত্তি করেন ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্য।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। গানটির কিছু অংশ গেয়েছেন এমপি মমতাজ বেগম।

বাজেট আলোচনায় বক্তব্য শেষে কবি কামাল চৌধুরীর ‘পদ্মা সেতু’ কবিতাটি আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। “অসম্ভবের পাশ দিয়ে আলো জ্বলছে/ সে হাত বাড়িয়ে দিয়েছে দূর আকাশের আলোয়/ আজ রাতে মাথার উপর তারাগুলো জ্বলছে/ দেখো সূর্যোদয় আর গোধূলির দিকে আমরা সেতু পার হচ্ছি/ আমাদের গল্প এখন/ইতিহাস শেখ হাসিনার হাতে।”

আসাদুজ্জামান নূরের পূর্ণ কণ্ঠের এই আবৃত্তি শুনে সংসদ সদস্যরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অন্যদিকে ক্ষমতাসীন দলের এমপি মমতাজ পদ্ম সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানটির তিনটি অংশ গেয়েছেন। মমতাজ প্রথমে গেয়েছিলেন, “আমি এমন একজন নেতার জন্য প্রার্থনা করি যার সাথে আমার নেত্রী শেখ হাসিনার কোন তুলনা নেই।”

মমতাজ তার বক্তব্যে বিএনপির সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আরেকটি গান গেয়ে শোনান, ‘গয়না চাই না, শাড়ি চাই না/ নৌকায় ভোট না দিলে বাপের বাড়ি যাবো। “

মমতাজ জানান, সম্প্রতি তিনি বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গিয়েছিলেন। সেখানে তিনি একটি মেয়েকে ‘পাংখা পাংখা’ গানে নাচতে দেখেন। পরে মেয়েটির সঙ্গে কথা বলেন তিনি। মেয়েটি তার সাথে সেলফি তুলতে এলে সে জানতে চায়, ‘তুমি নাচ শিখেছ?’ তখন মেয়েটি তাকে বলে, ‘তুমি আমার বাবাকে চিনবে। তিনি আপনার সহকর্মী। তখন মমতাজ জানতে চায় মেয়েটির বাবা কে। এরপর মেয়েটি বলল, তার বাবা হারুনুর রশিদ সাহেব (বিএনপি এমপি)।

এ সময় সংসদে হাসির জোয়ার ওঠে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হাসতে দেখা যায়।

বক্তৃতার শেষের দিকে বিরোধীরা মমতাজকে আরেকটি গান গাওয়ার অনুরোধ করেন। তখন মমতাজ বললেন, আরে তুমি শুনতে চাও, আমি গান করব না?